ঢাকা: রাজধানীর মৌচাকে একটি মসজিদে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মসজিদে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। আমরা খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে—এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
এমএমআই/আরআইএস