ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোমে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, সেপ্টেম্বর ৬, ২০২৫
রোমে ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা।

রোমের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য সহকারে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠানো বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সা.) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি, শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।

রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন মহানবী (সা.) এর জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়। তিনি মহানবী (সা.) এর মহান জীবনীর ওপর আলোকপাত করার সময় ‘মদিনা সনদ’, ‘হুদায়বিয়ার সন্ধি’, ‘মক্কা বিজয়’, এবং ‘বিদায় হজ’ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তার জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান।

সর্বশেষে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনায় দেশ, জাতি তথা মুসলিম উম্মাহ-এর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

টিআর/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।