ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, সেপ্টেম্বর ৯, ২০২৫
রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ২ ওয়াকিটকি

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অবৈধ আমদানিকারকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব-৩ ও বিটিআরসি যৌথভাবে ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন পেজ ‘BOAFANG HANDY’-এর মালিক আনিকুল ইসলাম নাঈম (৩৫) ও তার সহযোগী সাব্বির আহমেদ (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৮টি ওয়াকিটকি সেট, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ ও ২৫০টি ফিতা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনের মাধ্যমে অবৈধ ওয়াকিটকি বিক্রি করে আসছিলেন। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কালো রঙের ওয়াকিটকি ব্যবহার করতে পারে না। এটি দণ্ডনীয় অপরাধ।

সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, তারা চীন থেকে ডোর-টু-ডোর সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি এনে ৮০০-১০০০ টাকায় কিনে ২ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি করতেন।

র‍্যাব জানায়, এই ওয়াকিটকি ব্যবহার করে অনেক অপরাধী নিজেদের ডিবি, র‍্যাব, এনএসআই বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ গুরুতর অপরাধে জড়িত ছিল। এতে একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে প্রকৃত সদস্যদের সাদা পোশাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গ্রেপ্তারকৃত আনিকুল ইসলাম নাঈম গত ২ বছর ধরে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল বলে র‍্যাব জানিয়েছে। তার সহযোগী সাব্বির আহমেদ তাকে সহায়তা করত।

তাদের বিরুদ্ধে শাহজাহানপুর ও শেরেবাংলা নগর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।