খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শিবসা নদী ও কপোতাক্ষ নদ দ্রুত খনন এবং উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে খুলনা ও সাতক্ষীরাবাসীরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নদ-নদী ভরাট হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খুলনা জেলার পাইকগাছায় শিবসা নদী ইতোমধ্যে নালায় পরিণত হয়েছে। একই অবস্থা খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদেরও।
তারা আরও বলেন, একসময় শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। খুলনা থেকে কয়রা, পাইকগাছা ও আশাশুনির বড়দল এলাকার মানুষ সহজেই নৌপথে যাতায়াত করতো। অথচ নদীটি এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে চর জেগে উঠেছে। এর ফলে বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে পাইকগাছা বাজার প্লাবিত হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীপাড়ের মানুষ দুর্যোগে-দুর্ভোগে জীবনযাপন করছে। জীবিকা হারিয়ে অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
বক্তারা দাবি জানিয়ে বলেন, নদী খনন ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। তাই খুলনা ও সাতক্ষীরাবাসীর প্রধান দাবি হলো শিবসা নদী ও কপোতাক্ষ নদ খনন এবং একইসঙ্গে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।
মানববন্ধনে পাইকগাছা সমিতির (ঢাকা) সভাপতি এ কে এম সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলমসহ ঢাকায় বসবাসরত ওই অঞ্চলের বাসিন্দারা বক্তব্য দেন।
এসসি/আরবি