কলকাতা: পশ্চিমবঙ্গের সুন্দরবনের অঞ্চলের অবৈধভাবে পানিসীমা প্রবেশের অভিযোগে শুক্রবার রাতে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) সুন্দরবন অঞ্চলের খিরোদখালি এলাকা থেকে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে।
তাদের ট্রলার ও মাছ ধরার জালও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।
জানা গেছে, দুই দিনের অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ শেষে, রোববার দুপুরের পরে বিএসএফ তাদের সুন্দরবন কোস্টাল পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাদের আলিপুর আদালতে তোলা হয়। প্রত্যেকের বিরুদ্ধে ফরটিন ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
বিভাগীয় প্রক্রিয়ার বিষয়ে জানা যায়, ওই জেলেদের জিজ্ঞাসাবাদ ও শাস্তিমূলক আইন অনুযায়ী কাজ হবে। আটক ও বাজেয়াপ্ত উপকরণ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট বিএসএফ ও কোস্টাল পুলিশ কর্তৃপক্ষের হাতে রয়েছে।
ভিএস/এনডি