প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ফেরা আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা মনজুরুল ইসলামের কফিনে শেষ শ্রদ্ধা জানান শহিদুল আলম।
এরপর একে একে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করেন। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
** দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম
** বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
এসআরএস