ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঢাকায় আসছেন জার্মান উপমন্ত্রী জোহান সাথফ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, অক্টোবর ২১, ২০২৫
ঢাকায় আসছেন জার্মান উপমন্ত্রী জোহান সাথফ জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ।

ঢাকা: জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এটি জার্মানির একটি উচ্চ পর্যায়ের সফর হবে। এছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন।

এদিকে জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর বাংলাদেশ সফর করেছে।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।