জার্মানির একটি প্রতিনিধিদল ১৭ থেকে ২১ অক্টোবর বাংলাদেশ সফর করেছে। জার্মানির বিভিন্ন অঞ্চলের নেতাদের নিয়ে এই প্রতিনিধিদলে সরকারি-বেসরকারিখাত, নাগরিক সমাজ এবং শিক্ষাবিদ, ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসির সদস্যরা রয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জার্মানি ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফর করেছে। একইসঙ্গে অভিন্ন স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলো অন্বেষণ করা হচ্ছে।
প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে এবং এই অঞ্চলে মানবিক চ্যালেঞ্জ এবং চলমান প্রচেষ্টাগুলিকে আরও ভালোভাবে বোঝার জন্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে।
তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সাথেও আলোচনা করেছেন, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব,পানির ঘাটতি এবং বৈশ্বিক স্বাস্থ্য হুমকির মতো অপ্রচলিত চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক কৌশলগুলোর ওপর আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলটি জার্মান সহযোগিতাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (জিআইজেড) আয়োজিত একটি প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্প অন্বেষণ করেছেন।
বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক দৃশ্যপট সম্পর্কে তাদের ধারণা আরও গভীর করার জন্য, দলটি পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সংসদ পরিদর্শন করেছে।
সফরকালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই স্থানগুলোর তাৎপর্য প্রতিফলিতও হয়েছে।
এই সফর বিভিন্ন ক্ষেত্রে সংলাপ, বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ানোর জন্য উভয় দেশের প্রতিশ্রুতির ওপর জোর দেয়।
টিআর/এএটি