ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শেরপুরে স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ১১, ২০১৫
শেরপুরে স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

শেরপুর: দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়ায় স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেছে শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা পযর্ন্ত প্রায় তিন ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।



শিক্ষার্থীরা জানায়, সকালে ওই প্রতিষ্ঠানের ছাত্রী আকলিমা খাতুন (১৭) রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়কে গাছ ফেলে অবোরোধ করে ২৪ ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকারের দাবি জানায়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারিশ বাংলানিউজকে জানান, পুলিশের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি আলোচনা হয়েছে। আহত ছাত্রীর চিকিৎসার ভার তারা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে স্পিড ব্রেকারও নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।