ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সম্রাটের স্ত্রীসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, নভেম্বর ১১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সম্রাটের স্ত্রীসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ পিস ইয়াবাসহ শহরের শীর্ষ মাদক সম্রাট এরশাদের স্ত্রী রহিমা বেগম (৩৮) ও মাদক বিক্রেতা নাজমা বেগমকে (৪৮) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে পৌর এলাকার উত্তর পৈরতলায় এরশাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের মধ্যে রহিমা'র কাছে ৫৫ পিস ও নাজমা'র কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় মাদক সম্রাট পলাতক এরশাদকে প্রধান আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।