ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, নভেম্বর ১৫, ২০১৫
চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় আলিয়া খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে স্বামী রহমত আলী।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় রহমত আলী।



পরিবার সূত্রে জানা যায়, তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তারই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে।

আলিয়া খাতুনের বড় ছেলে সুরুজ হোসেন বলেন, প্রতিদিনের মতই শনিবার রাতেও একই ঘরে ঘুমিয়ে ছিলো আমার বাবা-মা। হঠাৎ করে ভোররাতে তাদের ঘর থেকে চিৎকার শুনতে পেয়ে ঘরে গেলে বাবা দ্রুত ওই স্থান থেকে সটকে পড়ে এবং মায়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। তবে এঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।