ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কের পাশের টাউন হলের দূরত্ব মাত্র তিনশ গজ। এ টাউন হলেই ছোট-বড় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক।
২০০৯ সালের ২৩ এপ্রিল তিনি না ফেরার দেশে চলে যাবার প্রায় ৬ বছরের মাথায় আবারো ফিরলেন নিজ নামে নামাঙ্কিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে! তবে রক্ত-মাংসের মানুষ হয়ে নয়, শুধুই ছবি হয়ে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আধুনিক এ অডিটোরিয়ামের উদ্বোধনের পর বিশালাকৃতির অত্যাধুনিক মঞ্চের ডায়াসের সামনে ছিল তার হাস্যোজ্জ্বল ছবি।
স্বপ্নের এ অডিটোরিয়ামে তাকে নিয়ে স্মৃতিরঝাঁপি খুলে বসলেন এ অডিটোরিমের উদ্বোধক ময়মনসিংহ পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু। তুলে ধরলেন বহু বাধা বিপত্তি পেরিয়ে প্রয়াত নেতার নামেই এ অডিটোরিয়ামের নামকরণের স্বল্প-দৈর্ঘ্য ইতিহাস।
এ সময় মঞ্চে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, প্রয়াত মেয়র অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেকের স্ত্রী আজিমা আল নূর ঝর্ণা, ছেলে ফারামার্জ আল নূর রাজিব, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ।
শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে প্রয়াত মেয়র অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেকের স্ত্রীসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্ণধারদের সঙ্গে নিয়ে বর্তমান পৌর মেয়র যখন এ টাউন হলের উদ্বোধন করেন তখন অন্যরকম উচ্ছ্বাসে মেতে উঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ।
২০০১ সালে লাল রাঙা ময়মনসিংহ টাউন হলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয়। পরে মাত্র এক কোটি টাকা নিয়ে ২০০৮ সালের মাঝামাঝি সময়ে এ টাউন হলের নির্মাণ কাজ শুরু হয়। এরপর আবারো লম্বা বিরতি। অর্থের অভাবে আটকে যায় নির্মাণ কাজ।
২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাকী টাকা বরাদ্দের পর পূর্ণোদ্যমে শুরু হয় নির্মাণ কাজ। সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চলতি বছর এ অডিটোরিয়ামের নির্মাণ কাজ শেষ হয়। আর শনিবার সন্ধ্যায় নতুন অবয়বে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামের উদ্বোধন করেন মেয়র টিটু।
টানা ১৪ বছরের বিরতির পর স্বপ্নের টাউন হলের পথচলায় আনন্দিত ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল। উচ্ছ্বাস নিয়ে বক্তৃতায় বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু টাউন হল। আমরা ১৪ বছর পর এ টাউন হল নতুন নামে ফিরে পেয়েছি।
এ টাউন হলকে কেন্দ্র করেই গড়ে উঠবে সাংস্কৃতিক বলয়। তিনি সুলভে সাংস্কৃতিক কর্মীদের টাউন হলের মঞ্চ ব্যবহারের সুবিধার দাবি জানান।
ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, নতুন আঙ্গিকে, নতুন সাজে স্বপ্নের টাউন হলের উপস্থাপন করেছেন মেয়র টিটু। তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল ৭৫০ আসন বিশিষ্ট এ টাউন হল অডিটোরিয়াম। প্রয়াত মেয়র অ্যাডভোকেট তারেকের স্মৃতি হিসেবে এ টাউন হলটি থাকবে।
মেয়র ইকরামুল হক টিটু জানান, দু’তলা বিশিষ্ট ‘অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গ্যালারি’র আসন সাড়ে ৭’শ। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ এবং অত্যাধুনিক লাইটিং ও ইলেক্ট্রনিক্স সাউন্ড সিস্টেম রয়েছে এখানে। আছে নিজস্ব জেনারেটর। এখানে হাতের নাগালেও মিলবে আধুনিক সব সরঞ্জামাদি।
এদিকে, এ অডিটোরিয়ামের উদ্বোধন উপলক্ষে রাত ৮টার দিকে আতশবাজি’র আয়োজন করা হয়। এছাড়া থাকছে ৫দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ