ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ভারতীয় নাগরীক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, নভেম্বর ১৫, ২০১৫
বেনাপোলে ভারতীয় নাগরীক আটক ছবি : প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  পরাণ চক্রবর্তী (৬৫) নামে ভারতীয় এক নাগরীককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক ব্যক্তি ভারতের বারাসাত মধ্যম গ্রামের বাসিন্দা।

বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশ করায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।