ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালকিনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
কালকিনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলা গোপালপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিরাজ সরদার (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলেসহ ৭জন আহত হয়েছেন।



রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে সিরাজ সরদার মারা গেছেন বলে সহকারী রেজিস্ট্রার মাসুম বাংলানিউজকে জানিয়েছেন।

আহতরা হলেন, আগৈলঝড়া উজেলার গৈলা গ্রামের সিরাজ সরদার ছেলে সুমন সরদার (২৪) ও হৃদয় সরদার (১৮) এবং গৌননদীর বাকালি এলাকার জুয়েল (২৪)। এরা  শেবাচিমের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

এছাড়া কালকিনি হাসপাতালে রয়েছেন, বালিগ্রামের আসলাম খান (৩০), মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার শাহাদাত (২৫)সহ ৪জন।
 
এদিকে এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন ৪জন মৃত্যুর একটি গুজব ছড়ানোর অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালকিনি গোপালপুর কুন্ডুবাড়ির মেলায় খেলনা বেলুনে গ্যাস ভরতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডর বিস্ফোরিত হয়ে বাবা-ছেলেসহ ৮জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রথমে কালকিনি ও পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় সিরাজ সরদার মারা যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।