ঢাকা: দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর সংগঠনগুলোর সমন্বয়ে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। আগামী ৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী অস্তিত্ব সংকটের মুখোমুখি। সব ক্ষেত্রে তাদের স্বার্থ ও অধিকার বিপন্ন। এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার তাগিদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এ মহাসমাবেশের ডাক দিয়েছে।
৪ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে জাতীয় ঐকমত্যের দাবিনামা উত্থাপিত হবে মন্তব্য করে রানা দাশগুপ্ত বলেন, এর ভিত্তিতে ভবিষ্যতে গণতান্ত্রিক পথে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলন এগিয়ে যাবে অসাম্প্রদায়িক, শোষণহীন, ধর্মনিরপেক্ষ ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশায়।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টিএইচ/আরএইচএস/আরএম