ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সংসদে বিশেষ প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সংসদে বিশেষ প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের ৬ষ্ঠ কার্যদিবস।
 
দিনের কার্যসূচি অনুযায়ী, মন্ত্রীদের প্রশ্নোত্তর ছাড়াও রয়েছে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাব সাধারণের উপর অনির্ধারিত  আলোচনা।



সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ-২০১৫’ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার অর্জন করায় তাকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উত্থাপন করবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
 
প্রস্তাবটির উপর অনেক সদস্যের আলোচনা  করার কথা রয়েছে। আলোচনা শেষে প্রস্তাবটি সংসদে পাস করানো হবে।
 
এছাড়া আইন প্রণয়ন কার্যাবলীতে উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫ পাস হওয়ার কথা রয়েছে।
 
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয় গত ০৮ নভেম্বর। টানা এক সপ্তাহ চলার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদের বৈঠক রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। অষ্টম অধিবেশন আগামী ২৩ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।