কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাগেশ্বরী উপজেলা সদরের নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক ও কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবীর, সাধারণ সম্পাদক রনি মোল্লা, যুব সংহতির সভাপতি মানিক, নিহতের ছোট ভাই আজিজুল হক রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- রাজা হত্যায় জড়িতদের অজ্ঞাত কারণে পুলিশ গ্রেফতার করছে না। আগামী তিন দিনের মধ্যে তাদের গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই আতিকুর রহমান রাজাকে ৭ অক্টোবর কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল করিমসহ ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা দায়েরের একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড