ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল পুরাতন মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানে কেরোসিনের পাম্প চুলা বিস্ফোরণের ঘটনায় লামিয়া আক্তার (৫) ও তানিয়া আক্তার (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাতুয়াইল পুরাতন মসজিদ সংলগ্ন জামাল মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধ লামিয়া আক্তারের বাবার নাম আব্দুল করিম ও তানিয়া আক্তারের বাবার নাম নুরুল ইসলাম।
দগ্ধ লামিয়ার বাবা আব্দুল করিম বাংলানিউজকে জানান, বাসার সামনে জামাল মিয়ার চায়ের দোকানে হঠাৎ কেরোসিনের পাম্পের চুলা বিস্ফোরিত হয়। এ সময় আগুনের ফুলকি তাদের শরীর ঝলসে দেয়। দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ দুই শিশুর অবস্থা গুরুতর। তাদের মধ্যে লামিয়ার ৩০ শতাংশ ও তানিয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএ