ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়পুরে কৃষক সমাবেশ ও পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, নভেম্বর ১৫, ২০১৫
রায়পুরে কৃষক সমাবেশ ও পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে পহেলা অগ্রহায়ণে নবান্ন উৎসব উপলক্ষে কৃষক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিঠা উৎসব করে।

এতে চারটি স্টলে বিভিন্ন নকশার দেশীয় প্রায় তিনশত রকমের পিঠা শোভা পায়। এরআগে চরবংশী স্ট্রিলব্রিজ এলাকায় ক্ষেতের ধান কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া ও উত্তর চরবংশী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।