লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে পহেলা অগ্রহায়ণে নবান্ন উৎসব উপলক্ষে কৃষক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে চারটি স্টলে বিভিন্ন নকশার দেশীয় প্রায় তিনশত রকমের পিঠা শোভা পায়। এরআগে চরবংশী স্ট্রিলব্রিজ এলাকায় ক্ষেতের ধান কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া ও উত্তর চরবংশী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ দেওয়ান।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/