ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে তেলের ড্রাম বিস্ফোরণে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
গোপালগঞ্জে তেলের ড্রাম বিস্ফোরণে আহত ৩

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তেলের ড্রাম বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন- সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামের অপূর্ব হীরা (৪০),  আনন্দ মণ্ডল (৪৫) ও শুভ (১০)। এদের আনন্দ ও শুভকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপূর্ব হীরাকে প্রথমে ওই হাসাপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম জানান, ওই বাজারে আনন্দ মণ্ডলের ঝালাইয়ের দোকান রয়েছে। বিকেলে তিনি একটি পুরনো তেলের ড্রামের মুখ গ্যাস ঝালাই দিয়ে কাটছিলেন। এসময় ড্রামটি বিস্ফোরিত হয়ে ২০/২৫ ফুট দূরে ছিটকে পড়ে। এতে আনন্দ, তার দোকানের কর্মচারী শুভ ও পথচারী অপূর্ব হীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।