গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বখাটেদের হামলায় ছয় জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বান্ধাবাড়ি বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- পপি জয়ধর, মিতালী অধিকারী, হেনা বালা, সমাপ্তি সরকার, মিতু জয়ধর ও উজালা মণ্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামশীল ইউনিয়নের খাগবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছয় জেএসসি পরীক্ষার্থী কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বান্ধবাড়ি গ্রামের তোতা মহরীর ছেলে ফয়সাল তালুকদার (২৪), তার বন্ধু অমিত শীল (২০) ও প্রান্ত দাস (২১) পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলায় ছয় জেএসসি পরীক্ষার্থী ও তাদের বহনকারী ইজিবাইক চালক হীরক ঘটক (২২) আহত হয়। উদ্ধার করে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
খাগবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান হাজরা বলেন, ফয়সাল তালুকদারসহ তিন বখাটে যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমি তাদের শাস্তি দাবি করছি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড