ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিলে আ’লীগ কর্মীকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
চাটখিলে আ’লীগ কর্মীকে হত্যার অভিযোগ

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে মো. দুলাল পাটোয়ারী(৬০) নামে স্থানীয় আ.লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার(১৫ নভেম্বর) সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



মো. দুলাল পাটোয়ারী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মৎস্য খামারি ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, মোহাম্মদপুর গ্রামের দুলাল পাটোয়ারী শনিবার দিনগত রাত ১০টার দিকে স্থানীয় বানসা বাজার থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে চাটখিল থানায় খবর দেয়। পুলিশ গভীর রাত পর্যন্ত তার স্বজনদের নিয়ে দুলাল পাটোয়ারীকে খুঁজে না পেয়ে ফিরে যায়।

নিহতের মেয়ে আফরোজা পারভীন বাংলানিউজকে জানান, রোববার(১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বানসা বাজার-রাজার বাড়ি সড়কের পাশের ইটভাটার পাশে তার বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় স্থানীয় লোকজন।

এ সময় তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেনীর দাগনভূঁঞায় তিনি মারা যান।

পরিবারের দাবি, তাকে অপহরণের পর এলোপাতাড়ি পিটিয়ে ও শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে সারা শরীর থেতলে দিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।