ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘৫ টাকার কয়েন আজই প্রথম দেখলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
‘৫ টাকার কয়েন আজই প্রথম দেখলাম’

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে যে পাঁচ টাকার কয়েন রয়েছে তা জানতেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আজই আমি দেখলাম পাঁচ টাকার একটি কয়েন রয়েছে।

এটা ‘ইলিগ্যাল’ (অবৈধ)।
 
রোববার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে বাংলাদেশ কয়েন সংশোধন বিল ২০১৫ পাসের আগে কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাবের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের এই কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা একসময় এটা করেছে। এটা ইলিগ্যাল। তারা এটা করতে পারে না। তাদের এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।