চাঁপাইনবাবগঞ্জ: আলাদা ভূমি কমিশন গঠনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন আদিবাসীরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে নাচোল বাসস্ট্যান্ড থেকে দুইদিনের এই লংমার্চ শুরু হয়।
এসময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজেয়ারসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে ১৫ ও ১৬ নভেম্বরের এই লংমার্চ সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত নাচোল থেকে শুরু করা হয়েছে। লংমার্চে অংশগ্রহণকারীরা হেঁটে ও গাড়িতে করে সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হবে। রোববার সন্ধ্যায় তারা গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে পৌঁছেছেন। রোববার এখানেই রাত্রিযাপন করবেন তারা। পথে বেশকিছু স্থানে পথসভা ও সমাবেশ করেছেন লংমার্চে অংশগ্রহণকারীরা।
সোমবার রাজাবাড়ী হাট থেকে শুরু হয়ে কাশিয়াডাঙ্গায় পথসভা করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআই