ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চান্দিনায় নানা আয়োজনে নবান্ন উৎসব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, নভেম্বর ১৫, ২০১৫
চান্দিনায় নানা আয়োজনে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা(কুমিল্লা): ‘এসো মিলি সবে, নবান্নের উৎসবে’ এই স্লোগানে কুমিল্লার চান্দিনায় বাঙালির চিরায়ত নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

রোববার(১৫ নভেম্বর) হেমন্তের পড়ন্ত বেলায় চান্দিনা উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন ফসল ঘরে তোলার ওই উৎসবের আনন্দ আয়োজনে মিলিত হন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা কেউ কৃষক, কেউ কৃষাণী, আবার কেউ বা জেলে সেজে যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে অংশ নেয়। পরে নতুন ধানের পিঠা-পুলির আয়োজন করা হয়।

এ সময় দর্শক ও সংস্কৃতিকর্মীদের পরস্পরের মধ্যে মুড়ি-মুড়কি ও পিঠা-পুলি বিতরণ করতে দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা যোবেদা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।