ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় বর ইউসুফ (২২) ও কনের বাবা শফিজ উদ্দিনের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান এ আদেশ দেন।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস বাংলানিউজকে বলেন, ৭ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে পিরোজপুর জেলার রানীপুরের মজিবর ফকিরের ছেলে ইউসুফের বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে পুলিশ কনে, বর ও কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালত কনের বাবা সফিজ উদ্দিন ও বর ইউসুফ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। এছাড়া, কনেকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমজেড