ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকের ডা. আবিদ হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, নভেম্বর ১৫, ২০১৫
ঢামেকের ডা. আবিদ হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লার মা আমেনা ইন্তেকাল করেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।



রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার পাঁচ সন্তানের মধ্যে আবিদ হোসেন দ্বিতীয়। তার গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামে।

আবিদ হোসেন বাংলানিউজকে জানান, গ্রামের বাড়িতে তার মায়ের দাফন সম্পন্ন হবে। আর কুলখানি হবে ১৭ নভেম্বর।

এ সময় তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন ও কুলখানিতে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।