ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মাগুরায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: শিশুদের ঐতিহ্যবাহী সাজসজ্জা আর ঘুড়ি তৈরির প্রতিযোগিতার মধ্য দিয়ে মাগুরায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।

জেলা শিশু একাডেমির পক্ষ থেকে ১অগ্রহায়ণ উপলক্ষে রোববার(১৫ নভেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত নবান্ন উৎসবে শিশুরা দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাজে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, নাড়ু, মুড়ির মোয়াসহ ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন করে। একই সময় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঘুড়ি তৈরি প্রতিযোগিতা।

পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদ। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।