ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাড্ডায় বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, নভেম্বর ১৬, ২০১৫
বাড্ডায় বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় বাইসাইকেল নেয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মাঝে মারামারিতে হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর বন্ধু সুমনকে (২৪) ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।



রোববার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উত্তর বাড্ডার মাটির রাস্তা লেকপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হাসানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, হাসান আর সুমন দুই বন্ধু। একই এলাকার বাসিন্দা তারা।

ময়নাতদন্তের জন্য হাসানের মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়‍: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এজেডএস/এমআইকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।