রাজশাহী: মহাসড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নওেয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ তথ্য জানান।
এর আগে রোববার ভোর ৬টা থেকে শুরু হয় ধর্মঘট। শনিবার বিকেলে এ ধর্মঘটের ডাক দওেয়া হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জানান, রোববার সন্ধ্যা ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আলোচনায় বসেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধরে আশ্বাস দেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করতে মহানগরীর কাশিয়াডাঙা, বায়া, সিটি বাইপাস ও তালাইমারী এলাকায় চারটি পয়েন্টে চেকপোস্ট বসানোর কথাও বলনে তিনি। এই পরেিপ্রক্ষিতে র্ধমঘট প্রত্যাহাররে সদ্ধিান্ত ননে ঐক্য পরিষদের নতোরা।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে চরম ভোগান্ততিে পড়নে সাধারণ যাত্রীরা। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে বা পায়ে হেঁটে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। অনেককে রেল স্টেশনেও ভীড় করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/আরএইচ