ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, নভেম্বর ১৬, ২০১৫
মাগুরায় অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রাম থেকে সৌখিন (২২) নামে অস্ত্র ও চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দু’টি হাতবোমা, দু’টি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।



সোমবার (১৬ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সৌখিনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির দু’টি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। ভোরে তিনি পারনান্দুয়ালী গ্রামের মুন্সীপাড়ায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে এসব বিস্ফোরক ও অস্ত্র পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।