ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রবি সেবা পরিদর্শন করলেন তারানা হালিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রবি সেবা পরিদর্শন করলেন তারানা হালিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আঙুলের ছাপসহ (বায়োমেট্রিক পদ্ধতি) সিম নিবন্ধনের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপারে রবি’র প্রস্তুতি সরেজমিনে দেখতে গুলশানে অবস্থিত রবি সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত ও সিস্টেম অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিসি।



পরিদর্শনের সময় আঙুলের ছাপসহ গ্রাহকদের সঠিক নিবন্ধনের জন্য রবি’র গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে প্রতিমন্ত্রী ও বিটিআরসি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করেন রবি’র কর্মকর্তারা। এ ব্যপারে রবি’র প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

এরপর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ ব্যাপারে অপারেটরদের প্রস্তুতি সম্পর্কে তার মতামত তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।    

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।