ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসায় ডাকাতির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
যাত্রাবাড়ীতে বাসায় ডাকাতির অভিযোগ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

তবে পুলিশ বলছে, ঘটনাটি ডাকাতি কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর রাতে কাজলা রংধনু এলাকায় মসজিদ গলির একটি বাসার চারতলায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, ডাকাতরা বাসায় ঢুকে তার মা লাইলি বেগমের (৪০) হাত-পা বেঁধে মারধর করে কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় তারা বাসায় ছিলেন না। যাত্রাবাড়ীতে তার বাবা মো. কামালের হিরা বাণিজ্যালয় নামে একটি আড়ৎ আছে। ব্যবসার কাজে রাতে তারা সেখানে ছিলেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসায় ডাকাত প্রবেশের কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে ঘরের জিনিসপত্র ভাংচুর করা।

তিনি আরও জানান, আহত লাইলী বেগম কিছুদিন আগে মো. কামালকে বিয়ে করেছেন। বেলাল লাইলীর আগের ঘরের ছেলে। ঘটনাটি ডাকাতি না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এজেডএস/এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।