ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শেরপুরে ৭ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, নভেম্বর ১৬, ২০১৫
শেরপুরে ৭ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরের পাশের জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদর থেকে শফিকুল ইসলাম লিটন (৪০) নামে পাঁচ মামলায় সাত বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শ্রীবরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।



লিটন শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাধী এলাকার মৃত চান মিয়ার ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বাংলানিউজকে জানান, প্রতারণার পাঁচ মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি লিটন দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বকশীগঞ্জ অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিটনকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।