মেহেরপুর: কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মালশাদহ এলাকায় দুটি ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মালশাদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাতা আক্তার, সোহেল রানা, নাসরিন আক্তার, শোভা খাতুন, মায়াবী আক্তার, শিখা খাতুন, রেতা খাতুন, সুমাইয়া আক্তার, সালমান, শাকিল হোসেন ও রানুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের পরীক্ষা কেন্দ্র্র পাঠানো হয়।
স্থানীয় ও আহতদে সঙ্গে কথা বলে জানা যায়, হিজলবাড়িয়া গ্রাম থেকে নছিমন যোগে গাংনী শহরে পরীক্ষা দিতে আসার পথে মালশাদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ১৫ পরীক্ষার্থী রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
খবর পেয়ে গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন ও কেন্দ্রসচিব হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ