ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

এস এম আববাস, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

ঢাকা: বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার পর রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়।

চলতে থাকা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন। আর ভারতের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এম এ গণপতি।

দুপুর ২টায় এ বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক। দ্বিতীয় দিন সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ১৮ সদস্য অংশ নেবেন। আর ভারতের পক্ষ থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি ইস্যুতে প্রস্তাব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশি হত্যা, ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা, মাদক চোরাচালান, সীমান্ত ঘেঁষে তৈরি করা ফেনসিডিল কারখানা বন্ধ, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী তৎপরতা, ছিটমহলের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন ও বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ রোধ।

মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র জানায়, বৈঠকে সন্ত্রাসবাদ ও জঙ্গি দমন এবং সীমান্ত চুক্তি বাস্তবায়ন অগ্রগতি নিয়েও আলোচনা হবে।

এছাড়া ভারতীয় জাল রুপি চোরাচালান বন্ধে ঢাকা-দিল্লীর নেওয়া পদক্ষেপ, ভিসা সহজীকরণ, ছিটমহলে বিদ্যমান সমস্যা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা নভেম্বর ১৬, ২০১৫
এসএমএ/আরএম

** ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।