ঢাকা: জলবায়ু গবেষণা বিষয়ক দক্ষিণ এশীয় সংস্থা সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার (এসএমআরসি) বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সংস্থাটির ২৬ জন বিজ্ঞানী।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে এসএমআরসি’র সামনে বিভিন্ন প্লাকার্ড তুলে ধরে তারা বলেন, মানবিক বিষয় বিবেচনা না করে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত ২৬ জন বিজ্ঞানীর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তারা উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ ডিসেম্বর থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এ সংস্থাকে বিলুপ্ত করছে সার্ক সচিবালয়।
আন্দোলনকারী বিজ্ঞানীরা বলছেন, তারা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে ২১ বছর ধরে মৌলিক গবেষণা কাজ করছেন।
এখন মধ্য বয়সে চাকরি হারালে সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যত জীবন অনিশ্চয়তায় পড়বে।
আন্দোলনরত এসএমআরসি বিজ্ঞানীরা জানান, ঝড়, জলোচ্ছ্বাস, শিলাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এ পর্যন্ত ৬৮টি আন্তর্জাতিক মানের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষণা প্রকাশ করেছেন। এসব গবেষণার ফলাফল ৮৬টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের প্রায় এক হাজার বিজ্ঞানী ও গবেষক এ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
তাই এর গুরুত্ব অনুধাবন করে মানবিক বিষয় বিবেচনায় নিতে সরকারের প্রতি তাদের ভবিষ্যত জীবনের নিশ্চয়তার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসইউজে/এসএ/জেডএস