সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দুই মাদকসেবীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মুসা জঙ্গী এ রায় দেন।
শহরের রেলওয়ে অফিসার্স কলোনী এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় ইমাম নূরে মিন্টু (৩০) ও আযমুকে (৩৫) পুলিশ হাতেনাতে আটক করে।
আটকদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইমাম নূরে মিন্টু শহরের হাওয়ালদার পাড়ার মৃত সামসাদ ও আযম কাজীপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ড পাওয়াদের দুপুরের মধ্যে কারাগারে পাঠানো হবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ