ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন চেয়ে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন চেয়ে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। বিক্ষোভের পর দাবি সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মনির হোসেনের হাতে তুলে দেওয়া হয়েছে।



দাবি আদায়ে নাচোল থেকে বিভাগী কমিশনারের কার্যালয় অভিমুখে দু’দিনব্যাপী লংমার্চের পর সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করে আদিবাসী পরিষদ। বিক্ষোভ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন হলে আদিবাসীদের অনেক সমস্যার সমাধান হবে। তারা আর নিরাপত্তাহীনতায় ভুগবে না, তাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির স্বেচ্ছাসেবক সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইসরাইল সেন্টু, বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্রু সলোমার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্র নাথ সিং প্রমুখ।

সমাবেশ শেষে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ নয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মনির হোসেনের হাতে তুলে দেন আদিবাসী নেতারা।

রোববার (১৫ নভেম্বর) সকালে নাচোল বাজার থেকে বিভাগী কমিশনারের কার্যালয় অভিমুখে লংমার্চ শুরু হয়। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই দু’দিনব্যাপী এ লংমার্চ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।