ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সালথায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ১৬, ২০১৫
সালথায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি : প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন মাদক ব্যবসার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের সিদ্দিক শাহার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সমির শাহা (৩৫) ও তার সহযোগী একই এলাকার ওয়াজিদ শেখের ছেলে শাহ আলম (২০)।

সালথা থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সমির ও তার সহযোগী শাহ আলমকে আটক করা হয়।

এরপর সোমবার সকারে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।