জাতীয় সংসদ ভবন থেকে: নিজেকে একের ভেতর দুই উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আজ আমি টু ইন ওয়ান’।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হাজি মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
হাজি সেলিম প্রশ্ন করেছিলেন, আমার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের যা-তা অবস্থা। মন্ত্রী আপনি নিজেও স্কুল পরিদর্শনে গিয়ে ছাত্র-ছাত্রীদের বইয়ের নাম জানতে চেয়েছিলেন, কেউ উত্তর দিতে পারেনি। শিক্ষার একেবারে যা-তা অবস্থা। ভালো শিক্ষক নিয়োগ দিতে পারেন না, এই অবস্থার কি পরিবর্তন হবে?
জবাবে মন্ত্রী বলেন, আমি আজ টু ইন ওয়ান। এখন আমি শিক্ষা মন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাবে দিচ্ছি। এরপর আজই আবার আমার মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দেবো। তারপরও বলছি- আমরা এসব স্কুলের অবকাঠামো উন্নয়নে কাজ করছি। আশা করি অচিরেই আপনার এলাকার সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএম/আইএ