ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধোলাইপাড় থেকে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, নভেম্বর ১৬, ২০১৫
ধোলাইপাড় থেকে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ধোলাইপাড় থেকে অচেতন অবস্থায় ইদ্রিস আলী (৩২) নামে মালয়েশিয়াগামী এক যুবককে উদ্ধার করা হয়েছে।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।



সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ধোলাইপাড় থেকে তাকে উদ্ধার করা হয়। ইদ্রিসের গ্রামের বাড়ি যশোরের বাঘার উপজেলার মাজুরা গ্রামে।

ইদ্রিস আলীর আত্মীয় মো.জুয়েল বাংলানিউজকে জানান, রোববার (১৫ নভেম্বর) তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশে তিনি রোববার সকালে যশোর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে যাওয়ার পর ইদ্রিস জানতে পারেন তার ফ্লাইটটি ছিল সকালে। তাই তিনি যে কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা ইদ্রিসকে পরবর্তী ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অপেক্ষা করতে বলেন।

জুয়েল আরও জানান, এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি আমাদের। সোমবার দুপুরে মোবাইলে তার অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

এ সময় তার লাগেজটি পাওয়া গেলেও টাকা-পয়সা বা অন্য কিছু খোয়া গেছে কিনা তা তিনি বলতে পাড়ছেন না বলে যোগ করেন জুয়েল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, ইদ্রিস আলীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫ 
এজেডএস/আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।