ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেশকে উন্নত বিশ্বের দারপ্রান্তে নিয়ে যাবে পোশাক শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, নভেম্বর ১৬, ২০১৫
দেশকে উন্নত বিশ্বের দারপ্রান্তে নিয়ে যাবে পোশাক শ্রমিকরা

আশুলিয়া (ঢাকা): সুইডেনের শ্রমমন্ত্রী আইরিন ওনেমো বলেছেন, বাংলাদেশের পোশাক শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। সুযোগ- সুবিধা দিলে তারা বাংলাদেশকে উন্নত বিশ্বের দারপ্রান্তে নিয়ে যাবে।



সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় বিজিএমইএ ও আইএলও এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা পোশাক শ্রমিকদের একটি ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আইরিন ওনেমো শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি সুইডেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও  উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।