ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আখাউড়া রেলস্টশনে ১৫ সিসি ক্যামেরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, নভেম্বর ১৬, ২০১৫
আখাউড়া রেলস্টশনে ১৫ সিসি ক্যামেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ট্রেনযাত্রীদের  নিরাপত্তা দিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে ১৫ টি সিসি ক্যামেরা।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট  মোহাম্মদ বদিউজ্জামান বাংলানিউজকে জানান, মনিটরিং এর মাধ্যমে যাত্রী নিরাপত্তা ও পর্যবেক্ষণ করতে প্লাটফরমসহ  রেলস্টেশনে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সিসি ক্যামেরাগুলো ১৪ নভেম্বর স্থাপন কাজ শেষ হয়। এখন পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সাত্তার বাংলানিউজকে বলেন, স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করায় এখন পুরো স্টেশন এলাকা রেল প্রশাসনের আওতায় চলে এসেছে। পুলিশ যাতে পর্যবেক্ষণ করতে পারে। সেজন্য থানাতেও কম্পিউটারসহ একটি  ইউনিট স্থাপনের কাজ চলছে। আশা করি এখন খুব সহজেই অপরাধীদের শনাক্ত করে ধরা যাবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।