জাতীয় সংসদ ভবন থেকে: লুই আই কানের মূল নকশায় কোথাও কোনো কবরের চিহ্নই ছিল না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা মূল নকশায় ফিরে যাবো।
সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে জাসদের সংসদ সদস্য (এমপি) শিরিন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। প্রশ্নকর্তা জানতে চান, এই সংসদ চত্বরের ভেতরে জিয়াউর রহমানের কবর রয়েছে। মূল নকশা আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর বলা হচ্ছিল জিয়ার কবর সরানোর ষড়যন্ত্র হচ্ছে। আসলে সংসদ চত্বরে প্রকৃত সীমানা আমরা কত দিনের মধ্যে দেখতে পাবো।
জবাবে মন্ত্রী বলেন, জাতীয় সংসদের মূল নকশা আনার প্রক্রিয়া চলছে। এ নিয়ে আদালতের একটি নির্দেশনাও রয়েছে। তাছাড়া আমাদের কাছে একটি নকশা আছে। সেই নকশা অনুযায়ী সংসদ চত্বর এলাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা কমিশন, খোলা জায়গা, আগারগাঁওয়ে সংসদ সচিবালয় করার কথাও ছিল। কিন্তু মূল নকশায় কোথাও কোনো কবরের চিহ্নই ছিল না। আমরা মূল নকশায় চলে যাবো। কারো কবর সারানোর উদ্দেশে নয়। আমরা মূল নকশা আনার চেষ্টা করছি। সে অনুযায়ী সংসদ ভবন এলাকাকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, আগের বিভিন্ন সরকার মূল নকশার পরিবর্তন করেছে। এখানে কয়েকটি কবর দেওয়া হয়েছে। তার মানে কি বিশেষ কোনো অবদান রাখলেই এখানে কবর দিতে হবে? এখানে (সংসদে) অনেক বিখ্যাত লোক আছেন। তাদের কেউ মারা গেলে তাকে কি সংসদের সবুজ চত্বরে কবর দিতে হবে? এই যদি হয় তাহলে তো আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে আমার অনেক অবদান আছে, তাহলে আমাকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মধ্যখানে কবর দিতে হবে!
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, যারা এই নকশার পরিবর্তন করেছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা মূল নকশা অনুযায়ী সব রকম স্থাপনা সংরক্ষণ করবো।
‘তাজমহল রক্ষার জন্য ভারত সরকার সব কিছু করেছে। আমরাও লুই কানের নকশা বাস্তবায়নে সব করবো’- যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫, আপডেট ২১২৬
এসএম/আইএ
** সেনা ও বিমান বাহিনী প্রধানের পদবি পরিবর্তনে সংসদে বিল
** উত্থাপনের ৪ দিনের মাথায় প্রত্যাহার জেলা পরিষদ বিল
** শেয়ারবাজার কারসাজিতে জড়িতদের খুঁজতে তদন্ত কমিটির দাবি
** ২০১৮ সালে প্রাথমিক হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
** মূল নকশা হাতে পেলেই কবরসহ স্থাপনা সরানো হবে
** আমি টু ইন ওয়ান