ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্থাপনের ৪ দিনের মাথায় প্রত্যাহার জেলা পরিষদ বিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, নভেম্বর ১৬, ২০১৫
উত্থাপনের ৪ দিনের মাথায় প্রত্যাহার জেলা পরিষদ বিল ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে উত্থাপনের চার দিনের মাথায় প্রত্যাহার করে নেওয়া হলো ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৫’।
 
সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী সংসদ থেকে বিলটি প্রত্যাহার করার প্রস্তাব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পরে বিলটি প্রত্যাহার করা হয়।
 
গত ১১ নভেম্বর বিলটি পাসের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন মন্ত্রী। পরে বিলটি পরীক্ষা পূর্বক সংসদে রিপোর্ট উত্থাপনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।