ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ও পরিচালক হাউলিয়াং যু।
সোমবার (১৬ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ইটারনিটি হলে তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে হাউলিয়াং যু জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি) বাংলাদেশে বাস্তবায়নের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
শাহরিয়ার আলম বাংলানিউজকে জানান, বাংলাদেশ এ লক্ষ্যমাত্রাসমূহ তার উন্নয়ন কার্যক্রমের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করবে। সম্প্রতি গৃহীত বাংলাদেশ সরকারের ৭ বছরব্যাপী উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন পাওয়া যায়।
উভয়েই এসডিজি বাস্তবায়ন এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ধরন নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭২ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইউএনডিপির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পওলিন টেমেসিস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেপি/আরএ