ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধারের দেড় মাস পর মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
রাজশাহীতে গৃহবধূর মরদেহ উদ্ধারের দেড় মাস পর মামলা

রাজশাহী: রাজশাহীর উপশহর এলাকা থেকে প্রায় দেড় মাস আগে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) আদালতে হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) আদালতে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের স্বামী ওয়ালিদুল ইসলাম সানকে।



আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত-সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য বোয়ালিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।

এর আগে ৩ অক্টোবর রাজশাহীর উপশহরে স্বামীর বাড়ি থেকে বোয়ালিয়া থানা পুলিশ নাইমা আমিন রিশার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত করা হয়। কিন্তু তড়িঘড়ি করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শুরু থেকেই নিহতের পরিবার অভিযোগ করে আসছিলো তাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা গেছে, রিশার বাবা রুহুল আমিন বোয়ালিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন তিনি।

তবে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন মামলা না নেওয়ার কথা অস্বীকার করে বলেন, আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।