ঢাকা: প্রকাশকরা বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা মেনে, যাচাই-বাছাই করে তা ছাপাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।
সংগঠনটি আরও জানিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হিটলিস্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা জানায়। আনসার আল ইসলাম ভারতীয় উপমহাদেশের মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, জানা গেছে- প্রকাশকরা ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে; ধর্মের নামে কোনো মন্তব্যযুক্ত বিষয়ে তারা বই প্রকাশ করবেন না। এমন বই তারা প্রকাশ করবেন না যাতে দ্বীন ও শরিয়ার বিরুদ্ধে যায়। তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। এটি যদি করা হয় তবে আনসার আল ইসলামও তা মেনে নেবে।
বিবৃতিতে এটাও জানানো হয় যে, এসব বিষয়ে কোনো সন্দেহ বা সংশয়ের সৃষ্টি হলে ইসলাম বিষয়ে যারা জ্ঞান রাখেন তাদের পরামর্শ নিতে হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আইএ/এএসআর