ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে কিষাণ-কিষাণিদের নিয়ে মাঠ দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
শেরপুরে কিষাণ-কিষাণিদের নিয়ে মাঠ দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সহস্রাধিক কিষাণ-কিষাণিদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামে শীতকালীন রকমারি সবজি নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।


 
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ছোট ফুলবাড়ী গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক চন্ডীদাস কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ চৈতন্য কুমার দাস।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল লতিফ, হজরত আলী, উপ পরিচালক জাহিদ হাসান, গবেষণা কর্মকর্তা নজরুল ইসলাম ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৈয়বুর রহমান, কানাডিয়ান ফার্টিলাইজার লিমিটেডের চেয়ারম্যান জনস কলি, দক্ষিণ এশিয়ার মার্কেটিং বিভাগের ক্যানপোটিক্স লিমিটেডের চেয়ারম্যান কম্পোটিন কট, ড্রাগন ফার্টিলাইজারের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাজহারুল ইসলাম, সুষম সার বাজার জাতকরণের প্রকল্প ব্যবস্থাপক তৈয়মুর রহমান।
 
এছাড়া অন্যদের মধ্যে শেরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আবদুর রহিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক, আব্দুস সালাম, কৃষক ইকবাল হোসেন, মাহবুবার রহমান, রহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এর আগে কানাডিয়ান প্রতিনিধিদল কৃষক ইকবাল হোসেনের সঙ্গে নানা বিষয়ে আলাপচারিতার পাশাপাশি তার সবজি ক্ষেত (ফুলকপি) পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।